দোয়ারাবাজারে ডুমাখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ডুমাখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোজাউড়া গ্রামে বরকতনগর, রাখালকান্দি, রামনগরসহ সুরমা, বোগলাবাজার ও সদর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডুমাখালী নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের ভোগান্তি সীমাহীন। প্রায়ই দুর্ঘটনা ঘটে হতাহতের ঘটনা ঘটছে।
সাবেক ইউপি সদস্য আলতাব হোসেন বলেন, 'তিন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষসহ শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে। এখানে দ্রুত ব্রিজ নির্মাণ করা জরুরি।'
মাস্টার ফয়সল আহমদ বলেন, 'গোজাউড়া অংশে ব্রিজ না থাকায় দুই পাড়ের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছেন। প্রতিনিয়ত শিশু ও শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা দ্রুত সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি।'
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— মফিজ আলী, ডালিম মিয়া, করম আলী, আবু বকর, নুর মিয়া, মখলিছ মুল্লা, ছাতির আলী, শুক্কুর আলী, আপ্তাব মিয়া, আকবর আলী, আমির আলী, আখলুছ আলী, রুহুল আমিন, আলতাব আলী, আব্দুল করিম, আবু তাহের প্রমুখ।
Reviewed by প্রান্তিক জনপদ
on
9/27/2025 03:39:00 PM
Rating:

No comments: